তথ্য অধিকার আইন

তথ্য জানা আমাদের মৌলিক অধিকার
Subscribe

নিজেরা করি

নিজেরা করি একটি আন্দোলন নির্ভর উন্নয়ন প্রতিষ্ঠান। ৬ এপ্রিল ২০০৯ তথ্য অধিকার আইন “বাংলাদেশ গেজেট” হিসেবে প্রকাশিত হয়। এই আইনটি নিয়ে নিজেরা করি’র ভূমিহীন সদস্যরা তাদের দলীয় সভাগুলোতে আলোচনা করে বোঝার চেষ্টা  শুরু করে। এপ্রিল-২০০৯ তথ্য অধিকার আইন প্রণীত হলেও ভূমিহীন নারী-পুরুষ সদস্যরা জুলাই ২০১০ হতে তথ্যপ্রাপ্তির জন্য আবেদন করার প্রক্রিয়াটি শুরু করে।  নিজেরা  করি নারী-পুরুষ  সদস্যরা কিভাবে তথ্য অধিকার আইন ব্যবহার করছে, তাদের অভিজ্ঞতা কি, তাদের শিক্ষণীয় দিকগুলোর কিছু উদাহরণ তুলে ধরা হল-

Comments are closed.