তথ্য অধিকার আইন

তথ্য জানা আমাদের মৌলিক অধিকার
Subscribe

দৈনন্দিন জীবনে সরকারী কাজ সম্বন্ধে কি ধরনের প্রশ্ন আমাদের মনে জাগে?

আমাদের দৈনন্দিন জীবনে সরকারী কাজ সম্পর্কে সচরাচর যে ধরনের প্রশ্ন মনে আসে তার কয়েকটা উদাহরণ হচ্ছেঃ

  • আমাদের শহরের/ গ্রামের রাস্তাঘাট মেরামত হয় না কেন? এ ব্যাপারে আমার করনীয় কী এবং কার কাছে এসব তথ্য জানতে পারি?
  •  আমাদের শহরের রাস্তাঘাট ভাঙ্গাচোরা বা অপরিচ্ছন্ন থাকে। এ ব্যাপারে আমি কি কিছুই করতে পারিনা?
  • বর্ষাকাল শুরু হলেই রাস্তাঘাট খোঁড়াখুঁড়ি ও মেরামতের কাজ শুরু হয়। শুকনো মৌসুমে এ কাজগুলো কেন করা হয় না সে সম্পর্কে সিদ্ধান্ত কারা নেয় তা কি আমি কর্তৃপক্ষের কাছে জানতে চাইতে পারিনা?
  • আমাদের সরকারী স্কুলের শিক্ষকরা প্রায়ই শ্রেণীকক্ষে অনুপস্থিত থাকেন। এটা বন্ধ করতে আমি কি কিছু করতে পারি?
  • সরকারী অনেক অফিসে ঘুষ না দিয়ে কোন কাজ করা যায় না। এ ব্যাপারে আমার কি কিছু করার আছে?
  • আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের সদস্যরা অনিয়মতান্ত্রিকভাবে মানুষকে গ্রেপ্তার করে নিয়ে যায় তা বন্ধে আমি কি করতে পারি?
  • বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ১০০ দিনের কর্মসংস্থান কর্মসূচী, ভিজিডি, ভিজিএফ কার্ড প্রভৃতি নিয়ে যে অনিয়ম ও দুর্নীতি হয় তা বন্ধে আমি কি কিছু করতে পারিনা?
  • ভূমিহীনদের খাস জমি বন্দবস্ত না দিয়ে প্রভাবশালী বরাদ্দ দেয়া হয়। এটা বন্ধে আমার কি দায়িত্ব নেই?
  • নারীরা প্রায়ই ক্ষমতাবান ও প্রভাবশালীদের দ্বরা নানাভাবে নির্যাতিত হয়। এটা কি আমরা বন্ধ করতে পারিনা?

এইসব প্রশ্ন এবং এ ধরনের আরো অনেক প্রশ্নের উত্তর জনগণ কীভাবে তথ্য অধিকার আইন প্রয়োগ ক’রে বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করতে পারে সেটাই এই আইনের মূল লক্ষ্য। এই লেখার উদ্দেশ্যও তাই। আর এ ব্যাপারে জনগণের মনে আরো কত ধরনের প্রশ্ন জাগে তা সমাজের বিভিন্ন স্তরের জনগণের সঙ্গে আলাপ-আলোচনা ক’রে চিহ্নিত ক’রে প্রশ্ন আকারে তৈরী করা হয়েছে। তথ্য অধিকার আইনের ভিত্তিতে এসব ক্ষেত্রে জনগণের কী কী করনীয়, কার কাছে তথ্য চাইতে হবে, তথ্য চাইবার প্রক্রিয়া কি তা ব্যাখ্যা করার চেস্তা করা হয়েছে। তবে এসবের চেয়েও জরুরী কিভাবে আমাদের চাহিদাগুলো আইনের ভিত্তিতে প্রশ্ন আকারে পেশ করতে হয় তার উপর বেশি ঝোঁক দেয়া হয়েছে। প্রশ্ন ঠিক না হলে তা আইনের চখে গ্রহণযোগ্য হবে না। আর প্রশ্নগুলোকে ১১ টি খাতে ভাগ করা হয়েছে যাতে পাঠক খাত অনুযায়ী প্রশ্নগুলো দেখে নিয়ে তথ্য আবেদনের কাজে লাগাতে পারে।

কৃষি পরিসেবা খাতের যাবতীয় প্রশ্ন দিয়ে কাজটি শুরু করা হয়েছে। এই খাতে তথ্য আইনের ভিত্তিতে কিভাবে তথ্যের জন্যে আবেদন করতে হবে তার একটা পূর্ণাঙ্গ নমুনা উদাহরণ হিসেবে দেওয়া হল। এই একই প্রক্রিয়া অন্যান্য পরিসেবা যেমন স্বাস্থ্য, শিক্ষা, ভূমি ও অন্যান্য ইস্যুর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

১। কৃষি পরিসেবা সংক্রান্ত তথ্য

২। পশুপালন পরিসেবা সংক্রান্ত তথ্য

৩। স্বাস্থ্য পরিসেবা সংক্রান্ত তথ্য

৪। স্থানীয় সরকার সংক্রান্ত তথ্য

৫। সামাজিক সুরক্ষা সংক্রান্ত তথ্য

৬। শহর ও নগর সংক্রান্ত তথ্য

৭। শিক্ষাখাত সংক্রান্ত তথ্য

৮। ভূমি সংক্রান্ত তথ্য

৯। মানবাধিকার বিষয়ক তথ্য

১০। এনজিও বিষয়ক তথ্য

১১। সরকারী প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য

১২। সংযুক্তি

Comments are closed.