তথ্য অধিকার আইন

তথ্য জানা আমাদের মৌলিক অধিকার
Subscribe

RLS এর সাথে প্রকল্প

Research Initiatives, Bangladesh, (RIB) জার্মানির Rosa Luxemburg Foundation(RLS) এর আর্থিক সহায়তায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর তথ্য অধিকার আইন ও দারিদ্র্য বিমোচন বিষয়ে একটি পাইলট প্রকল্প শুরু করেছে। “Empowering the Disadvantaged in Bangladesh through Access to Justice by the Right to Information Act (RTI)” শীর্ষক এই প্রকল্পে সাতক্ষীরা ও খুলনা জেলার ঋষি ও মুন্ডা সম্প্রদায়, মুন্সিগঞ্জ জেলার বেদে সমাজ, কুষ্টিয়া জেলার হরিজন জনগোষ্ঠী এবং নীলফামারী জেলার রবিদাস সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে ও দারিদ্র্য বিমোচনে তথ্য অধিকার আইন কীভাবে সহায়ক শক্তি হতে পারে সে লক্ষ্যে কাজ হচ্ছে। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী (নৃতাত্ত্বিক, ধর্মীয়, শ্রেনী ও সাংস্কৃতিক) যাতে সদ্য প্রণীত তথ্য অধিকার আইন প্রয়োগ করে নিজেদের অধিকার স্থাপন ও অবস্থার পরিবর্তন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে সেটাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এছাড়া তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া যার মাধ্যমে তারা সমস্যা  চিহ্নিতকরণ , গুছিয়ে প্রশ্ন করা এবং কতৃপক্ষের কাছে চিঠি লেখার মতো কাজগুলোতে দক্ষতা অর্জন করতে পারে। এই পাঁচটি জনগোষ্ঠীর সুশাসন ও সুবিচার প্রাপ্তি নিশ্চিত করা যারা তাদের নৃতাত্তিক, ধর্মভিত্তিক, জাতিগত এবং সাংস্কৃতিক পরিচয়ের কারণে অবিচারের শিকার হয়ে থাকে।

রিইব-এর এই গবেষণা শুরু হয়েছে মূলত জানুয়ারী ২০১০ থেকে এবং পদ্ধতি হিসাবে অংশগ্রহণমূলক পদ্ধতি, এডভোকেসি এবং প্রশক্ষণ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে এই গবেষণা পরিচালিত হচ্ছে। এই গবেষণায় এই পর্যন্ত যেসব কাজ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যঃ স্থানীয় গণগবেশণা দল গঠন দলীয় আলোচনায় জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিতকরণ, প্রকল্প সমন্বয়ক, মাঠ সমন্বয়ক এবং স্থানীয় এনিমেটর নিয়োগ, বেইজলাইন সার্ভে, তথ্য অধিকার আইনের প্রশক্ষণ, আইনের ব্রশিউর এবং সহজপাঠ এবং তথ্য আইনের মাধ্যমে কিভাবে বিভিন্ন অফিসে আবেদন প্রেরণ করা যায় তার প্রশক্ষণ অন্যতম।

২০১০ সালে সফলভাবে পাইলট প্রকল্পের কাজ সম্পাদন করার পরে ২০১১ সালে রিইব ও RLS উভয়ের আগ্রহে প্রকল্পটিকে আরও বিস্তৃত করা হয়। উদ্দেশ্য হল আগের বছরের কর্মকাণ্ড ও শিক্ষাকে আরও প্রসারিত করা। সেই হিসেবে পুরানো দুটি সম্প্রদায় মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বেদে এবং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার রবিদাস সম্প্রদায়ের সাথে সৈয়দপুরে নারী, ছাত্র ও শ্রমিক সমাজকে যুক্ত করা হয়েছে। নতুন এলাকা এবং আদিবাসী গোষ্ঠী হিসেবে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাঁওতাল জনগোষ্ঠী এবং খাগড়াছড়ি জেলা সদরে চাকমা জনগোষ্ঠীতে কাজ করা হচ্ছে। এছাড়া ঢাকা শহরের নারী, ছাত্র এবং শ্রমিক সমাজে তথ্য অধিকার আইন সম্পরকে জানানো এবং প্রচারিত করার কাজ করা হচ্ছে।

প্রকল্পের অধীনে সংঘটিত কার্যক্রমসমূহ -২০১০

প্রকল্পের অধীনে সংঘটিত কার্যক্রমসমূহ -২০১১

Comments are closed.