তথ্য অধিকার আইন

তথ্য জানা আমাদের মৌলিক অধিকার
Subscribe

তথ্য বলতে কী বোঝায়?

সহজ ভাষায় বলতে গেলে সরকার যেসব পদ্ধতি ও প্রক্রিয়ার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় তার বিবরণ এবং সরকারী কাজে যেসব দলিলপত্র ব্যবহার হয়, সরকারী কাজের মাধ্যমে যেসব দলিল, চিঠি, ফাইল ইত্যাদি তৈরি হয়, তা সবই তথ্য। যেমন, সরকারী সব প্রতিষ্ঠানের গঠনপ্রণালী, ব্যাবস্থাপনা কাঠামো, অফিসের কাগজপত্র, ফাইল, বই, নকশা, মানচিত্র, চুক্তি, তথ্য-উপাত্ত, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনা, চিঠি, রিপোর্ট, খরচের হিসেব, প্রকল্প প্রস্তাব, ছবি, ফিল্ম ইত্যাদি সব কিছুই তথ্য। তাই দেখা যাচ্ছে যে তথ্য আইনের দৃষ্টিতে “তথ্য” ও সাধারণ অর্থে “তথ্যের” মানে এক না। সাধারণ অর্থে “তথ্য” বলতে আমরা সবরকম প্রকাশিত খবর, সংবাদ, সমাচার, বিবরন, বৃত্তান্ত, প্রতিবেদন ইত্যাদি বুঝি। আর তথ্য আইনের অর্থে “তথ্য” হচ্ছে সরকারের কাজের সঙ্গে সম্পর্কিত অপ্রকাশিত সব তথ্যাদি।

Comments are closed.