তথ্য অধিকার আইন

তথ্য জানা আমাদের মৌলিক অধিকার
Subscribe

তথ্য অধিকার আইন কী এবং কেন?

তথ্য অধিকার আইন ২০০৯ সনের ০১ জুলাই থেকে সরকারীভাবে কার্যকর হয়েছে। তথ্য আইনের মাধ্যমে জনগণ সরকারের কাছ থেকে সরকারের কর্মকাণ্ড সংক্রান্ত এমন সব তথ্য চাইতে পারে, যা সরকার আগে জনগণের কাছে গোপন রাখত। এখন তথ্য আইনের মাধ্যমে সেসব তথ্য জনগণের জানার অধিকারের আওতায় আনা হয়েছে। আর তা জেনে জনগণ নিজেদের যেমন নিশ্চিত করতে পারে, তেমনি সরকারী কাজে স্বচ্ছতা আনতে ও সরকারের জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে পারে। সরকারী বা বিদেশী সাহায্যপ্রাপ্ত এনজিওরাও এই আইনের আওতায় পড়ে।

Comments are closed.