তথ্য অধিকার আইন

তথ্য জানা আমাদের মৌলিক অধিকার
Subscribe

Archive for the ‘তথ্য অধিকার আইনের দুই বছর’

RIB’S FINDINGS ON STUDY OF COMPLAINTS DISPOSED OF BY INFORMATION COMMISSION

November 26, 2015 By: information Category: তথ্য অধিকার আইনের দুই বছর

RIB’S FINDINGS ON STUDY OF COMPLAINTS DISPOSED OF BY INFORMATION COMMISSION FOR THE PERIOD AUG’2014 TO AUG’2015

তথ্য দিতে বেসিক ব্যাংককে নির্দেশ

October 24, 2014 By: information Category: তথ্য অধিকার আইনের দুই বছর

তথ্য কমিশন আদালত বেসিক ব্যাংককে আগামী ২০ কার্যদিবসের মধ্যে ও সাতক্ষীরার সাবেক উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট অভিযোগকারীকে প্রয়োজনীয় তথ্য প্রদানের নির্দেশ দিয়েছেন।

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ের তথ্য কমিশন ট্রাইব্যুনালে শুনানি গ্রহণ শেষে কমিশন আদালত এ আদেশ দেন। আদালত গতকাল নয়টি অভিযোগের নিষ্পত্তি করেন। আজও কমিশনে শুনানি হওয়ার কথা আছে।
অভিযোগের শুনানি গ্রহণ করেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং তথ্য কমিশনার অধ্যাপক খুরশিদা বেগম সাঈদ। এ সময় কমিশন বেসিক ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাতক্ষীরা সদরের সাবেক ইউএনওর প্রতি অসন্তোষ প্রকাশ করেন। নয়টি অভিযোগের আটটিই ছিল সাতক্ষীরার ওই কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযোগের বিবরণ থেকে জানা যায়, দেলোয়ার বিন সিরাজ নামে এক ব্যক্তি গত ১২ আগস্ট বেসিক ব্যংকের কাছে উপমহাব্যবস্থাপক হিসেবে মো. রুহুল আলমকে নিয়োগের আবেদন ও সঙ্গে দাখিল করা সব সনদ, উপমহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক ও উপব্যবস্থাপক পরিচালক হিসেবে নিয়োগ ও পদোন্নতিসংক্রান্ত পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ফটোকপিসহ আরও কিছু তথ্য চেয়ে আবেদন করেন। ব্যাংক এ তথ্যগুলো জানাতে অপারগতা প্রকাশ করলে দেলোয়ার কমিশনে অভিযোগ করেন। তবে গতকাল ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য আইনের কোন ধারা বলে এসব তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন তা বলতে পারেননি।

সাতক্ষীরার সাবেক ইউএনওর বিরুদ্ধে অভিযোগ ছিল, মানুষের মধ্যে বিতরণ করা অর্থ ও ভ্যানের তথ্য চেয়েও পাননি সাতক্ষীরার আটজন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষ।
আদালত সাতক্ষীরার বর্তমান সদর ইউএনওকে এলাকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা উপবৃত্তির টাকা এবং জনগণের জন্য বরাদ্দ করা ভ্যান বিতরণের বর্তমান অবস্থা কমিশনকে জানানোর জন্য নির্দেশ দেন।

তথ্য কমিশনের একটি অভিযোগ ও সিদ্ধান্ত ২০১৩ ইং

May 26, 2014 By: information Category: তথ্য অধিকার আইনের দুই বছর

তথ্য কমিশন
প্রত্নতত্ত্ব ভবন (৩য় তলা)
এফ-৪/এ, আগারগাঁও প্রশাসনিক এলাকা
শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭
অভিযোগ নং ঃ ১০৪/২০১৩

অভিযোগকারী ঃ জনাব মোঃ হেলাল উদ্দীন খাঁ
পিতা-মোঃ হাবিবুর রহমান খাঁ
গ্রামঃ কাকবাসিয়া পোঃ আনুলিয়া আশাশুনি
সাতক্ষিরা।

রতিপক্ষ : জনাব মোঃ রুহুল আমিনপ্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় আশাশুনি, সাতক্ষিরা।

 

(তারিখ ঃ ২৩-১২-২০১৩ ইং)

অভিযোগকারী জনাব মোঃ হেলাল উদ্দীন খাঁ ১৮-০৭-২০১৩ তারিখে তথ্য অধিকার আইন, ২০০৯ এর ৮(১) ধারা অনুসারে জনাব মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই), কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি, সাতক্ষিরা বরাবরে নি¤œলিখিত তথ্য জানতে চেয়ে আবেদন করেন-

* নির্মানাধীন ভবন এর সমঝোতা স্মারক, ভবন নির্মানের নির্দেশনা এবং বাজেট কপি ও প্রকল্প কমিটির তালিকাসহ পূর্বের রেজুলেশন কপি।

০২। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীত তথ্য না পেয়ে অভিযোগকারী ০৩-০৯-২০১৩ তারিখে ডঃ মোহাম্মদ শিহাব উদ্দিন, সভাপতি ও আপীল কর্তৃপক্ষ (আরটিআই), কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি, সাতক্ষিরা বরাবরে জি ই পি ডাকযোগে আপীল আবেদন করেন। আপীল আবেদন করার পরও কোন প্রতিকার না পেয়ে তিনি ০৮-১০-২০১৩ তারিখে তথ্য কমিশনে অভিযোগ দাখিল করেন।

০৩। বিষয়টি কমিশনের ০৫-১২-২০১৩ তারিখের সভায় আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযোগের বিষয়ে ২৩-১২-২০১৩ তারিখ শুনানীর দিন ধার্য করে সংশ্লিষ্ট পক্ষগণের প্রতি সমন জারী করা হয়।

০৪। শুনানীর ধার্য তারিখে অভিযোগকারী জনাব মোঃ হেলাল উদ্দীন খাঁ গরহাজির কিন্তু জনাব মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই), কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি, সাতক্ষিরা হাজির। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) তার বক্তব্যে উল্লেখ করেন যে, তথ্য প্রাপ্তির আবেদন পাবার পর তাৎক্ষনিকভাবে তার কাছে তথ্য না থাকায় তথ্য সরবরাহ করা সম্ভব হয়নি। তথ্য সংগ্রহ করে অভিযোগকারীকে প্রদানের জন্য সাথে নিয়ে এসেছেন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) এর বক্তব্য শ্রবনান্তে এবং দাখিলকৃত প্রমাণাদি পর্যালোচনান্তে পরিলক্ষিত হয় যে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) এর নিকট অভিযোগকারীর তথ্য সংগৃহীত ছিলনা, পরবর্তীতে তিনি তথ্য সংগ্রহ করে সাথে নিয়ে এসেছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) অভিযোগকারীর প্রার্থীত তথ্য সরবরাহের নিশ্চয়তা প্রদান করায় অভিযোগটি নিষ্পত্তিযোগ্য মর্মে গণ্য করা যায়।
সিদ্ধান্ত।

বিস্তারিত পর্যালোচনান্তে নি¤œলিখিত নির্দেশনা প্রদানপূর্বক অভিযোগটি নিষ্পত্তি করা হলো ঃ-

১। তথ্যের মূল্য পরিশোধ সাপেক্ষে আগামী ৩১-১২-২০১৩ তারিখ বা তদ্পূর্বে অভিযোগকারীকে তার প্রার্থীত সরবরাহ করার জন্য প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই), কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়,

২। তথ্য অধিকার আইন, ২০০৯ এর ধারা-৯ এবং তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা, ২০০৯ এর বিধি-৮ অনুযায়ী সরবরাহকৃত তথ্যের মূল্য বাবদ আদায়কৃত অর্থ ১-৩৩০১-০০০১-১৮০৭ নং কোডে সরকারী কোষাগারে জমা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) কে নির্দেশ দেয়া হলো।

৩। নির্দেশনাগুলো বাস্তবায়ন/প্রতিপালন করে তথ্য কমিশনকে অবহিত করার জন্য উভয়পক্ষকে বলা হলো। সংশ্লিষ্ট পক্ষগণকে অনুলিপি প্রেরণ করা হোক।
সিদ্ধান্ত।

বিস্তারিত পর্যালোচনান্তে নিম্নলিখিত নির্দেশনা প্রদানপূর্বক অভিযোগটি নিষ্পত্তি করা হলো ঃ-

১। তথ্যের মূল্য পরিশোধ সাপেক্ষে আগামী ৩১-১২-২০১৩ তারিখ বা তদ্পূর্বে অভিযোগকারীকে তার প্রার্থীত সরবরাহ করার জন্য প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই), কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়,

২। তথ্য অধিকার আইন, ২০০৯ এর ধারা-৯ এবং তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা, ২০০৯ এর বিধি-৮ অনুযায়ী সরবরাহকৃত তথ্যের মূল্য বাবদ আদায়কৃত অর্থ ১-৩৩০১-০০০১-১৮০৭ নং কোডে সরকারী কোষাগারে জমা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) কে নির্দেশ দেয়া হলো।

৩। নির্দেশনাগুলো বাস্তবায়ন/প্রতিপালন করে তথ্য কমিশনকে অবহিত করার জন্য উভয়পক্ষকে বলা হলো। সংশ্লিষ্ট পক্ষগণকে অনুলিপি প্রেরণ করা হোক।

স্বাক্ষরিত/-(অধ্যাপক ড. সাদেকা হালিম)                                                                        স্বাক্ষরিত/-(মোহাম্মদ ফারুক
তথ্য কমিশনার                                                                                                           প্রধান তথ্য কমিশনার