তথ্য কমিশনের রায়ের বিরুদ্ধে আপীল করা যাবে কী?
তথ্য কমিশনের রায়ের বিরুদ্ধে কেউ কোন আদালতে আপীল করতে পারবে না। তথ্য কমিশন একটি দেওয়ানী আদালতের মত ক্ষমতা প্রয়োগ করে কোন ব্যক্তিকে সমনজারি করে, কমিশনের সামনে হাজির হবার জন্যে বাধ্য করে, তথ্য-প্রমাণ, দলিলপত্র, সাক্ষ্য ইত্যাদি তলব করতে পারবে। অর্থাৎ তথ্য কমিশন একটি দেওয়ানী আদালতের ক্ষমতা দেয়া হয়েছে। তবে সংবিধানের ১০২ ধারা অনুযায়ী সংক্ষুব্ধ কোন ব্যক্তি উচ্চ আদালতে রিট আবেদন করতে পারবে।

