তথ্য অধিকার আইন

তথ্য জানা আমাদের মৌলিক অধিকার
Subscribe

শোকবার্তা

আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে,  রিসার্চ ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব)-এর পরিচালক (রিসার্চ ও প্রোগ্রাম) ড. মো: কোরবান আলী ২১ নভেম্বর ২০১৩ রাত ০৩:০৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে সৈয়দপুর, নীলফামারীতে  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে  ওয়া ইন্না ইলাহে  রাজেউন)।তাঁর আকস্মিক প্রয়াণে রিইব পরিবারের সদস্য হিসেবে আমরা গভীরভাবে মর্মাহত।

ড. কোরবান আলী ২০০৩ সালের নভেম্বরে রিইব-এ যোগদান করার পর থেকেই হয়ে ওঠেন রিইব-এর প্রধান কর্ণধার। রিইব এর সকল কাজেই তিনি তাঁর পরামর্শ এবং নিরলস কর্মনিষ্ঠা দিয়ে গত দশ বছর ধরে রিইবকে সমৃদ্ধ করে গেছেন। তাঁর এই চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি কৃষি বিশেষজ্ঞ হিসাবে দীর্ঘদিন ঈশ্বরদি পাবনাতে অবস্থিত বাংলাদেশ সুগারক্যান রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, দুই জামাতা, এক নাতি ও এক নাতনী  রেখে গেছেন। পারিবারিক  সিদ্ধান্ত অনুযায়ী ডঃ কোরবান আলীর মরদেহ সোনাতলা, বগুড়াতে দাফন সম্পন্ন করা হবে।

আমরা  রিইব-এর পক্ষ থেকে  তাঁর পরিবারবর্গকে  গভীর সহানুভূতি জানাচ্ছি  এবং  তাঁর আত্মার মাগফিরাত  কামনা করছি।

রিসার্চ ইনিশিয়েটিভ্স, বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে প্রয়াত পরিচালক ড. কোরবান আলীর স্মরণে গত ২৭ ফেব্র“য়ারি ২০১৪ ইং বিকেল ৩টায় রিইব সেমিনার কক্ষে একটি ‘স্মরণসভার’ আয়োজন করা হয়েছিল। উক্ত স্মরণসভায় আপনার /আপনাদের অংশগ্রহণের জন্য আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ধন্যবাদান্তে

মেঘনা গুহঠাকুরতা, নির্বাহী পরিচালক, রিইব, বাড়ি # ১০৪, রোড # ২৫, ব্লক # এ, বনানী, ঢাকা – ১২১৩

Comments are closed.