তথ্য অধিকার আইন

তথ্য জানা আমাদের মৌলিক অধিকার
Subscribe

মানুষের জন্য ফাউন্ডেশন

বাংলাদেশে মানবাধিকার ও সুশাসন এগিয়ে নেওয়ার লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। প্রতিষ্ঠার পর থেকে মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার ও সুশাসন বিষয়ক বিভিন্ন কার্যক্রমের মধ্যে যোগসূত্র স্থাপন করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। অন্যান্য কাজের পাশাপাশি বাংলাদেশে তথ্য অধিকার আইন প্রবর্তনের (আরটিআই) দাবিতে এমজেএফ তার একশ’র বেশি সহযোগী সংস্থার সঙ্গে কাজ করেছে এবং এ বিষয়ে এনজিও আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। বর্তমানে এমজেএফ তথ্য অধিকার আইন বিষয়ে এর সহযোগী সংস্থাগুলোর পাশাপাশি সরকারী সংস্থাগুলোর দক্ষতা বাড়ানোর জন্য সহায়তা দিচ্ছে। সেইসঙ্গে এমজেএফ তাদের সব সহযোগী সংস্থার স্বপ্রণোদিত তথ্য প্রকাশ নীতি বা ডিসক্লোসার পলিসি প্রণয়নে সহায়তা করেছে। তথ্য অধিকার আইন পাস হওয়ার পর সরকারের বিভিন্ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা খতিয়ে দেখার কাজে এমজেএফের অনেক অনেক সহযোগী সংগঠন কাজ করছে। এখানে এ ধরনের কিছু সফল উদাহরণ তুলে ধরা হল।

Comments are closed.