তথ্য অধিকার আইন

তথ্য জানা আমাদের মৌলিক অধিকার
Subscribe

কোন ধরনের তথ্য জানতে চাওয়া যাবে না?

বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্ত্বের ক্ষতিসাধন করতে পারে; অন্য কোন দেশ বা আন্তর্জাতিক, আঞ্চলিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের ক্ষতি করতে পারে; কোন  তথ্য প্রকাশের ফলে অন্য কোন ব্যক্তি ক্ষতিগ্রস্থ হতে পারে; কোন তথ্য প্রকাশের ফলে আইনের প্রয়োগ  ক্ষতিগ্রস্থ হতে পারে বা জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই ধরনের তথ্য সরকার/কর্তৃপক্ষ কোন নাগরিককে দিতে বাধ্য হবে না। মোটকথা যেসব তথ্য প্রকাশের ফলে দেশ বা দশের ক্ষতি হতে পারে বা কোন ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন হতে পারে এরকম তথ্য কোন কর্তৃপক্ষ  কাউকে দিতে বাধ্য নয়।

ওপরের বর্ণনা অনুযায়ী, রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা কাজে নিয়োজিত সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। অর্থাৎ তাদের কাছ থেকে জনগণ তথ্য চাইতে পারবে না। এদের মধ্যে এনএসআই, ডিজিএফআই, প্রতিরক্ষা গোয়েন্দা ইউনিট, সিআইডি, এসএসএফ, স্পেশাল ব্রাঞ্চ, র‍্যাবের গোয়েন্দা সেল, রাজস্ববোর্ডের গোয়েন্দা সেল অন্তর্ভুক্ত।

Comments are closed.