তথ্য অধিকার আইন

তথ্য জানা আমাদের মৌলিক অধিকার
Subscribe

কিভাবে আবেদন করতে হবে?

তথ্য পেতে হলে-

  • কর্তৃপক্ষের “দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা”-র কাছে নির্ধারিত ফরম পূরণ আবেদন করতে হবে।
  • সরাসরি হাতে হাতে অথবা ডাকযোগে “দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা”-র কাছে তথ্য আবেদনপত্র দিতে হবে।
  • আবেদনকৃত তথ্যের সঠিক ও সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে।
  • “দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা”-র কাছ থেকে তথ্য আবেদনপত্রের প্রাপ্তি স্বীকার পত্র চেয়ে নিতে হবে।
  • নির্ধারিত সময়ের মধ্যে তথ্য বা জবাব না পেলে পরবর্তী ৩০ দিনের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নির্ধারিত ছকে আপীল করতে হবে।

এখানে আবেদনপত্র, আপীল ও অভিযোগ এর নমুনা সংযুক্ত করা হল-

আবেদনপত্রের নমুনা
আপীলের নমুনা
অভিযোগের নমুনা

এখানে আবেদনপত্রের ফরম ও আপীল আবেদনের ফরম দুটি ফরমই সংযুক্ত করে দেওয়া হল। আবেদনপত্রের ফরম লিখিত অংশটি ক্লিক করলে আবেদনপত্রের ফরম এবং আপীল আবেদনের ফরম লিখিত অংশটি ক্লিক করলে আপীলের ফরম ডাউনলোড হবে। তারপরে উক্ত ফাইলটি কম্পিউটারে সুবিধাজনক জায়গায় save করে পূরণ করে আবেদন ও আপীল আবেদন করা যাবে।

আবেদনের ফরম
আপীল আবেদনের ফরম
অভিযোগ দায়েরের ফরম

Comments are closed.